Redmi K90 Pro নিয়ে গোপন তথ্য ফাঁস! দাম থেকে ক্যামেরা—সব জানুন

 ২০২৫ সালের স্মার্টফোন বাজারে নতুন ফোন লঞ্চ নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই আলোচনার কেন্দ্রে চলে আসছে Redmi K90 সিরিজ। বিশেষ করে Redmi K90 Pro নিয়ে যে সব তথ্য সামনে আসছে, তা দেখে যাচ্ছে যে Xiaomi এবার তার mid-premium ও flagship এর মাঝের সীমাটা ভেঙে বেরিয়ে আসতে চাইছে।যারা শক্তিশালী পারফরম্যান্স, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ক্যামেরা একসাথে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি বড় চমক হতে পারে।



Redmi K90 Pro Snapdragon 8 Elite 2 rumours


এইমুহূর্তের সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে Redmi K90 Pro Snapdragon 8 Elite 2 rumours নিয়ে। শোনা যাচ্ছে, Qualcomm-এর এই নতুন চিপসেট আগের জেনারেশনের তুলনায় আরও বেশি শক্তিশালী হবে এবং AI-ভিত্তিক কাজের জন্য পারফরম্যান্সএ অনেক উন্নত করবে। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে হাই-এন্ড গেমিং বা ভারী মাল্টিটাস্কিং সব ক্ষেত্রেই ফোনটি স্মুথ অভিজ্ঞতা দিতে সক্ষম হবে। এই ফোনটির হিট ম্যানেজমেন্ট ভালো করার চেষ্টা করেছে যাতে দীর্ঘক্ষণ টানা মোবাইল চালালেও যেন গরম না হয় সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আরো দেখুন:Realme Narzo 90 সিরিজ লঞ্চের আগে বড় চমক, কী থাকছে ফোনে?

Redmi K90 fast charging 100W leaked


বর্তমানে যে সব ফোনগুলো লঞ্চ হচ্ছে বিশেষ করে এই ডিসেম্বর এ প্রায় সব ফোনই দ্রুত চার্জিং ও বি

বড়ো ব্যাটারির উপর গুরুত্ব দিচ্ছে কারণ মানুষের হাতে এখন সময় খুব কম সবকিছুই আমারা এখন ফাস্ট করতে চাই তাই দ্রুত চার্জিং এখন অনেকের কাছেই একটা বড় ফ্যাক্টর আর এখানেই Redmi K90 fast charging 100W leaked খবরটি আলাদা করে গুরুত্ব পাচ্ছে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে ফোনটি খুব অল্প সময় নেবে ফুল চার্জ হতে। এতে মানুষের সবসময়ের ব্যস্ত জীবনে এটি বড় সুবিধা দেবে, কারণ চার্জ শেষ হওয়ার চিন্তা অনেকটাই কমে যাবে। বড় ব্যাটারি থাকার পরেও চার্জিং টাইম কম থাকলে ইউজার এক্সপেরিয়েন্স আরও ভালো হয়।



Redmi K90 camera specs leak


মোবাইল ক্যামেরা এখন মানুষের কাছে গুরুত্বপুর্ণ জিনিস।আমরা আর ক্যামেরা নিয়ে ঘুরতে পছন্দ করি না যেখানে যায় সেখানকার সব স্মৃতি আমরা মোবাইল এই বন্দী করতে স্বচ্ছন্দ বোধ করি তাই এখন কার মোবাইল এ ভালো ক্যামেরাটা থাকা জরুরি।তবে Redmi তাদের highly powerful ক্যামেরার পরিচয় আগেও দিয়েছে।আর এই সিরিজেও তারা তাদের ক্যামেরার ফিচারের উপর আরো জোর দিয়েছে।রিসেন্ট লিক অনুযায়ী, ফোনটিতে উন্নত প্রাইমারি সেন্সর ব্যবহার করা হতে পারে, যা দিনে এবং রাতে দুই সময়েই ভালো ছবি তুলতে সক্ষম হবে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও উল্লেখযোগ্য আপগ্রেড দেখা যেতে পারে, ফলে কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এই ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।



Redmi K90 Pro first periscope camera


সবচেয়ে চমকের তথ্যগুলোর মধ্যে একটি হলো Redmi K90 Pro first periscope camera যুক্ত করতে চলেছে তারা। Redmi K সিরিজে এই প্রথম periscope লেন্স আসতে পারে বলে জানা যাচ্ছে। এর ফলে দূরের সাবজেক্টের ছবি আরও পরিষ্কারভাবে তোলা যাবে এবং অপটিক্যাল জুমের মান অনেক উন্নত হবে। সাধারণত এই ধরনের ক্যামেরা দামী দামী ফ্ল্যাগশিপ ফোনেই দেখা যায়, তাই K90 Pro-তে এটি থাকলে সেটি বড় আপগ্রেড হিসেবেই ধরা যায়।


Redmi K90 2K OLED LTPS display rumors


ডিসপ্লে নিয়ে Redmi K90 2K OLED LTPS display rumors বলছে, ফোনটিতে প্রিমিয়াম মানের 2K OLED প্যানেল থাকতে পারে। উচ্চ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং এবং গেমিং আরও স্মুথ হবে। LTPS টেকনোলজি ব্যবহারের ফলে পাওয়ার এফিসিয়েন্সিও ভালো থাকবে, যা ব্যাটারি ব্যাকআপ কে আরো বাড়িয়ে তুলবে।



Redmi K90 Pro ultrasonic fingerprint leak


আরেকটি গুরুত্বপূর্ণ লিক হলো Redmi K90 Pro ultrasonic fingerprint leak। এই ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাধারণত বেশি দ্রুত এবং নিরাপদ হয়। আঙুল ভেজা থাকলেও বা আলো কম থাকলেও আনলকিংয়ে সমস্যা হবে না।


Redmi K90 Pro wireless charging support leak


অনেকদিন ধরেই Redmi ইউজাররা ওয়্যারলেস চার্জিংয়ের অপেক্ষায় ছিলেন। Redmi K90 Pro wireless charging support leak অনুযায়ী, এবার সেই অপেক্ষার অবসান হতে পারে। ওয়্যারলেস চার্জিং থাকলে ফোন ব্যবহার আরও সুবিধাজনক হবে এবং প্রিমিয়াম ফিলও বাড়বে।ভারতীয় বাজারের কথা বললে, Redmi K90 series leaks India অনুযায়ী ফোনটি সরাসরি K90 নামে না এসে অন্য ব্র্যান্ডিংয়ে লঞ্চ হতে পারে। চীনে লঞ্চের কয়েক মাস পর ভারতীয় বাজারে ফোনটি দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


Redmi K90 Pro launch price leak


সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হলো দাম। Redmi K90 Pro launch price leak অনুযায়ী, এই ফোনটির দাম এমনভাবে রাখা হতে পারে যাতে এটি ফ্ল্যাগশিপ ফিচার দিয়েও তুলনামূলকভাবে ফ্লাগশিপ মোবাইলগুলোর থেকে সাশ্রয়ী থাকে। ভারতীয় বাজারে এলে দাম মিড প্রিমিয়াম সেগমেন্টে থাকার সম্ভাবনাই বেশি।



সব তথ্য একসাথে বিচার করলে বলা যায়,এখনো প্রযন্ত যা জানা গেছে Redmi K90 Pro এমন একটি স্মার্টফোন হতে চলেছে যা পারফরম্যান্স, ক্যামেরা, ডিসপ্লে এবং চার্জিং সব দিক থেকেই ভারসাম্যপূর্ণ। যদিও এখনো সব তথ্য অফিসিয়াল নয়, তবুও Xiaomi যদি এই লিকগুলোর বেশিরভাগ বাস্তবে নিয়ে আসে, তাহলে Redmi K90 Pro ২০২৫ সালের সবচেয়ে 

আলোচিত ফোনগুলোর একটি হয়ে উঠবে।


Post a Comment

1 Comments